চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জুবাইর (২৮) নামে এক যুবককে ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়া এলাকায় ডলু খালে আমিরাবাদ বালুমহল-১ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ইজারার আইন ভঙ্গ অবৈধভাবে ড্রেজার মেশির বসিয়ে বালু উত্তোলনের দায়ে ওই যুবককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।