লোহাগাড়ার চরম্বায় আগুনে পুড়েছে দুই বসতঘর। বুধবার (৮ জুন) সকাল ৮টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালোয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত বেলায়েত আলীর পুত্র নুর আহমদ প্রকাশ নুর মাঝি ও তার পুত্র আবদুল রশিদ। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
স্থানীয়রা জানায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মন্তব্য নেওয়া বন্ধ।