চট্টগ্রামের লোহাগাড়ায় আবাদযোগ্য কৃষি জমির ‘টপ সয়েল’ কাটায় মো. জাহেদ হোসেন নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম আমিরাবাদের খৈয়ারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, আইন অমান্য করে কৃষি জমির উপরিভাগের মাটির কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও্ সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।