লোহাগাড়ায় পাচারের সময় চিতা ও মেছো বিড়াল উদ্ধার, গ্রেফতার ২

বিক্রির জন্য চট্টগ্রাম নগরীতে আনার সময় লোহাগাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী পাচারের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. এমরান (২৪) এবং বান্দরবান জেলার আলীকদম থানার নয়াপাড়া গ্রামের সামশুল আলমের ছেলে আলীম উদ্দিন (৩৭)।

লোহাগাড়া থানার ওসি মো মুহাম্মদ আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জানতে পারি বান্দরবান জেলার আলীকদম থানা এলাকার গহীন অরণ্য থেকে ধরা কিছু বন্যপ্রাণী কিনে নিয়ে একটি মোটর সাইকেলে কয়েকজন লামা থেকে আজিজ নগর হয়ে দরবেশহাট সড়ক দিয়ে লোহাগাড়া বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়েছে।

আমরা বাস স্ট্যান্ডে অবস্থান নিই। মোটরসাইকেলটি এসআলম কাউন্টারে পৌঁছা মাত্র দু’জনকে আটক করি।

এদের মধ্যে আলীম উদ্দিনের হাতে থাকা বাজারের ব্যাগে একটি মথুয়া (বন মোরগ) এবং মো. এমরানের কাছে থাকা খাঁচার মধ্যে একটি চিতা বিড়াল এবং আরেকটি বাজারের ব্যাগের মধ্যে তিনটি মেছো বিড়াল পাওয়া যায় বলে জানান ওসি।

মন্তব্য নেওয়া বন্ধ।