চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়ায় রাসুলী আসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (৩ জুন) বিকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতির খাঁন দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসুলী আসলামের বাড়ি রাজশাহী জেলায়।
আহত ৪ জনের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. শোয়েব (২৮) ও কুমিল্লা মো. রাসেল (২৯)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আলম জানান, প্রাডো গাড়ি যোগে কিছু লোক কক্সবাজার থেকে চট্টগ্রাম ফিরছিল। চুনতি খাঁন দীঘি এলাকায় পৌঁছালে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা রাসুলী আসলাম নামে একজন ঘটনাস্থলেই মারা যায়।