চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে ৫ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) চমেকের বহির্বিভাগ এবং মেডিসিন বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ৫ জন হলেন—গোলাম কিবরিয়া (২৪), শাহাদাত হোসেন (২৫), আব্দুল আউয়াল (৩১), আবু কালাম (৩২) এবং সুজন সিংহ (৩৯)।
জানা গেছে, তারা সকলেই নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতাল থেকে রোগীদের টার্গেট বানিয়ে ল্যাবে নিয়ে লম্বা বিল করাই তাদের কাজ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটকরা বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।