চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন টানা তিনবারের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমাদান শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে। দেশের ৩০টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা চাইব সবাই নির্বাচনে অংশ গ্রহণ করুক। যদি কেউ আসতে না চায়, তাহলে তো জোর করে আনা সম্ভব নয়। আওয়ামীলীগ হচ্ছে দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। তার সাথে আরো দল নির্বাচনে যাচ্ছে, সুতরাং দেশ এখন সম্পন্ন নির্বাচনমুখী।
ভূমিমন্ত্রী বলেন, দেশের মানুষ অপেক্ষা করছে ৭ জানুয়ারি নির্বাচনের জন্য। মনোনয়নপত্র জমা দিতে এসে বুঝতে পেরেছি উৎসব মুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন হবে দেশে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চতুর্থ বারেরমত মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাচ্ছি।
এ সময় তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করে বলেন, ভোটের আমেজে সমগ্র দেশ আজ উৎসবমুখর। তারই ধারাবাহিকতায় আনোয়ারা-কর্ণফুলীর সর্বত্রে ভোটের হাওয়া বইছে। দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিবেন মানুষ। আমি এলাকার উন্নয়নে কাজ করেছি এবং মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাস করি আমিই এই আসনে বিজয়ী হব।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ভূমিমন্ত্রীর ছোটভাই আনিসুজ্জামান চৌধুরী রণি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।
এদিকে ভূমিমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা আনোয়ারা সরকারি কলেজ মাঠ ও উপজেলা পরিষদের বাইরে জড়ো হয়ে আনন্দ উৎসবে মেতে উঠে। এসময় শ্লোগানে-শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এরআগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি হাইলধরে তাঁর পিতা প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ আখরুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।