শতভাগ স্কলারশিপে ১০ হাজার শিক্ষার্থীকে চায়নায় পাঠাতে চায় বিএসবি

আগামী ২০২৪ সালে ১০ হাজার শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপের মাধ্যমে চায়নাতে উচ্চশক্ষিার জন্য পাঠাতে চায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। আর এই কাজ সম্পন্ন করতে চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং হাসপাতাল ভ্রমণ করেছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ফুল টিম।

শনিবার (২১ অক্টোবর) চায়নার হাইনানে পৌঁছায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ৪৮ জন সদস্য। যেখানে তারা ২৪ অক্টোবর পর্যন্ত অবস্থান করে। সফরে হাইনানের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা।

শতভাগ স্কলারশিপে ১০ হাজার শিক্ষার্থীকে চায়নায় পাঠাতে চায় বিএসবি 1

জানা গেছে, চায়নার হাইনানকে নিয়ে কাজ করতে এই সফরের আয়োজন করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কে। হাইনান একটি দ্বীপ। যার আয়তন প্রায় ৩৪ হাজার বর্গ কিলোমিটার। এখানে ৩টি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। গত বছর দেশি-বিদেশি প্রায় ৭০ মিলিয়ন পর্যটক দ্বীপটি ভ্রমণ করেছেন। চায়নার জন্য হাইনান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর বাবাও এ দেশ থেকে। যার কারণে তারা চাচ্ছেন হাইনানকে পর্যটন, চিকিৎসা এবং শিক্ষার জন্য আদর্শ স্থান হিসেবে গড়ে তুলতে চান। দেশটির সরকার এই স্থানটিকে সমৃদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মূলত দ্বীপটি থেকে বাংলাদেশিরা কিভাবে সুবিধা নিতে পারে সেসব বিষয় জানতেই এই ট্যুরের আয়োজন করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক।

শতভাগ স্কলারশিপে ১০ হাজার শিক্ষার্থীকে চায়নায় পাঠাতে চায় বিএসবি 2

বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লায়ন এম কে বাশার বলেন, আমরা ৪৮ জন চায়নার হাইনান দ্বীপ ভ্রমণ করেছি। ট্যুরের পাশাপাশি আমরা চেয়েছি এখানে বাংলাদেশিদের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা সম্পের্কে খোঁজ নিতে। আমরা দ্বীপটিকে আবিষ্কার করতে চেয়েছি। পুরো ট্যুরে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে, আমরা অনেক কিছু নতুন নতুন আইডিয়া পেয়েছি।

তিনি বলেন, হাইনান খুবই সুন্দর এবং সমৃদ্ধ একটি অঞ্চল। দেশটির সরকার এই দ্বীপটিতে জনসংখ্যা আরও বাড়াতে চায়। আর তাই ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য এখানে আসা ফ্রি করে দিয়েছে। শুধু তাই নয় বাংলাদেশি শিক্ষর্থীদের ফুল স্কলারশিপে পড়ার সুযোগ দিচ্ছে তারা। কোন কোন ক্ষেত্রে আবাসনের ব্যবস্থাও করে দিচ্ছে। যদি কেউ চায়নিজ লেভেল ৪ শেষ করে তাহলে সে চায়না অর্থ ২ হাজার যা বাংলাদেশি ৩৫ হাজার টাকা স্টাইপেন পাবেন। এখানে সব মিলিয়ে একজন শিক্ষার্থীর ২৫ হাজার টাকা খরচ হতে পারে। শিক্ষার্থীরা চাইলে পার্ট টাইম জব করতে পারবে। এছাড়া বন্ধে ফুল টাইম জব করতে পারবে।

শতভাগ স্কলারশিপে ১০ হাজার শিক্ষার্থীকে চায়নায় পাঠাতে চায় বিএসবি 3

তিনি আরও বলেন, চীনের কোন স্থানে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই। তবে এই হাইনান প্রদেশে চীনের নাগরিকত্ব নেওয়ার সুযোগ রয়েছে। পড়াশোনা শেষ করে এখানে জব করা যাবে। চাকুরির মেয়াদ ৬ বছর হলে পিআরের জন্য আবেদন করা যাবে। আর এখান থেকে পিআর নিয়ে চাইলেই সাংহাই, বেইজিং এ যাওয়া যাবে। যা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার কোন শহর থেকে কম নয়।

তিনি বলেন, আমরা এই দ্বীপটি ঘুরেছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনায় অংশ নিয়েছি। অনেক বিষয় রয়েছে যা বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে আসবে। আশা করছি শিক্ষার্থীরা এখান থেকে নিজেকে নতুন করে তৈরি করতে পারবে।

প্রসঙ্গত, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশের খ্যাতনামা স্টুুডেন্ট কনসালটিং ফার্ম। বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষায় অবদানের জন্য নানান স্বীকৃতি এবং পদক পেয়েছি প্রতিষ্ঠানটি। তারা দীর্ঘদিন ধরে দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে সহায়তা করে আসছে। বিএসবির হাত ধরে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করতে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাছাড়া বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে শিক্ষার্থী-অভিভাবকদের শিক্ষার বিষয়ে সচেতন করে আসছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য নেওয়া বন্ধ।