চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট হলরুমে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডিআইজি নুরে আলম মিনা, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ণসহ আনোয়ারাকে স্মার্ট উপজেলায় রূপান্তর করার প্রচেষ্ঠায় থাকবে জানান।
এ সময় আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী শপথ নেন।
মন্তব্য নেওয়া বন্ধ।