শর্ট সার্কিটের আগুনে পুড়ল সেবা সংস্থাগুলোর ক্যাবল

অল্পে রক্ষা মার্কেট

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় বৈদ্যুতিক খুঁটিসহ টিঅ্যান্ডটি সার্ভার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন সেবা সংস্থার ক্যাবল পুড়ে গেছে।

সোমবার (১৮ এপ্রিল) ভোর ৬টায় এপোলো শপিং সেন্টারের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম।

তিনি বলেন,এপোলো শপিং সেন্টারের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ টিঅ্যান্ডটি সার্ভার বক্সে আগুন লাগে। এতে বিভিন্ন সেবা সংস্থার ক্যাবল তার পুড়ে যায়। তারে বিদ্যুৎ থাকায় আগুন এক খুঁটি থেকে রাস্তার অপর পাশে আরেক খুঁটিতে ছড়িয়ে পড়ছিল। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।