মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ।
শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর সিনেমাপ্লেস মোড়ে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের হাজারি লেইন ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
সন্ধ্যা ছাড়ে ছয়টায় হাজারি লেইনে এক এক করে জড়ো হন শিক্ষার্থীরা। এদের সঙ্গে যোগ দেন ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শুরুতে তারা নিহতের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করেন। পরে মোমবাতি জ্বালিয়ে দূর করেন আধার-কালো।
এরপর বেজে উঠে জাতীয় সংগীত। জাতীয় সংগীত শেষ হতেই ‘মুক্তির মন্দির….. ও ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা….’ দেশের গান দুটিতে ঠোঁট মেলান সবাই।
আয়োজকরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্জ্বল করেছি। এই কর্মসূচিতে প্রায় ৩০ জন শিক্ষকও যোগ দেন।
এর আগে শিক্ষার্থীরা সিনেমাপ্লেস মোড়ে থাকা চসিকের ডাস্টবিন পরিস্কার করে দেয়ালে বিভিন্ন ধরণের আর্ট করে।
মন্তব্য নেওয়া বন্ধ।