ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক কায়সার হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
সোমবার (২৫ ডিসেম্বর) পটিয়ার মাঝির পাড়া এলাকায় ওমর গণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে শহীদ কায়সারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এসময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ, লিটু দাস বাবলু, রাজিব দত্ত রিংকু, আসিফ মুন্না, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ, কাজী আলমগীর, ফারুকুল ইসলাম অংকুর, মো. দেলোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছাত্রনেতা, প্রগতির চাকা সচল রাখতে শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার নেতৃত্ব বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দকে রাজপথে অনুপ্রেরণা যোগাবে।’
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম বলেন, ‘শহীদ ছাত্রনেতা কয়সার হোসেন বঙ্গবন্ধুর আদর্শের একজন উদীপ্ত সৈনিক ছিলেন। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। রাজপথে আন্দোলন সংগ্রামে সবসময় আমাদের সাথে অগ্রভাগে থাকতো।’
এসময় শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি মিলাদ ও কবর জিয়ারতের মাধ্যমে শহীদ ছাত্রনেতা কায়সারের আত্মার মাগফিরাত কামনা করেন নেতারা।
প্রসঙ্গত ১৯৯৮ সালে নগরীর জিইসি মোড়েম ডেবার পাড় এলাকায় মুখে গুলি করে ও কুপিয়ে কায়সার হোসেনকে হত্যা করে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা। সেসময় তৎকালীন ওমর গণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক ছিলেন তিনি।
মন্তব্য নেওয়া বন্ধ।