শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ। নানা কর্মসূচিতে দিবসটি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেনের গুলিবিদ্ধ হওয়ার স্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্কের যে উঁচু দেয়াল বিএনপি তুলেছিল, পর্যায়ক্রমে তা আরও উঁচু হয়েছে। গণতন্ত্র সমুন্নত রাখার দায়িত্ব সরকারি ও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলেরই।

১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্রের সংগ্রামে জীবন দিয়েছিল অমিত সাহসী যুবক নূর হোসেন। যার বুকে পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। মিছিলের অগ্রভাগে ছিল নূর হোসেন। খণ্ড মিছিলে অংশগ্রহণকারী যুবকদের উদোম গায়ে লেখা ছিল উপরোক্ত স্বৈরাচারবিরোধী স্লোগান। স্বৈরাচারি এরশাদের পুলিশ বাহিনী প্রথমে টার্গেট করে গুলি করে নূর হোসেনকে হত্যা করে। এ ঘটনার পরে স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।