শহীদ বুদ্ধিজীবী দিবসে লংগদুতে আওয়ামী লীগের আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপুর সঞ্চালনায় এবং সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাজী ফয়েজুল আজীম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ-সভাপতি আব্দুল আলী, হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগের সভাপতি মো. চান মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, সহ সভাপতি আসমা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে লংগদুতে আওয়ামী লীগের আলোচনা সভা 1

প্রধান বক্তার বক্তব্যে বাবুল দাশ বাবু প্রথমেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানিদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারও ঘুরে দাঁড়ায়।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে পরে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।