চবিতে শটল ট্রেনের ধাক্কায় মাথা ফাটল শিশুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের ধাক্কায় এক শিশু আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যান শাখা ছাত্রলীগের নেতা ফোরকানুল আলম।
মঙ্গলবার (২২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শহর থেকে ২:৫০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছালে এ ঘটনা ঘটে। এসময় শিশুটির চোখে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফোরকানুল আলমের সহায়তায় শিশুটিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন। তিনি বলেন, একটি শিশু শাটলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছে। শিশুটির কপাল ও পায়ের তালু কেটে গেছে। শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উদ্ধারকারী ছাত্রলীগ নেতা ফুরকানুল আলম বলেন, দুর্ঘটনার সময় আমি ওখানে ছিলাম। আমি আমার দায়িত্ববোধ থেকে তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছি। আমি না হয়ে অন্য কেউ হলেও একই কাজ করত।
মন্তব্য নেওয়া বন্ধ।