শান্তিনগরে আগুনে পুড়লো ৩০টি ঘর

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগরে আগুনে ২৫ থেকে ৩০টি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা ৭টার পর আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফারুক হোসেন শিকদার।

তিনি বলেন, বায়েজিদ এলাকার শান্তিনগরে আগুন লাগার খবরে আমাদের দুটি ইউনিট থেকে চারটি গাড়ি স্পটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, পাহাড়িকা আবাসিক আর শান্তিনগরের মাঝে কিছু জুট ঘর। জুট ঘরের পাশে জুটের কাজ করার শ্রমিকদের ঘর আছে। সন্ধ্যায় জুট কারখানায় আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ক্ষয়ক্ষতির বিস্তারিত পরে জানানো হবে জানিয়ে তিনি বলেন, ওখানে ২৫ থেকে ৩০টি ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলতে হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।