‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ (Mission for Peace & Prosperity) স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব ইন্ট্যারন্যাশনালের জেলা ৩১৫-বি ৪ এর উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে পালিত হতে যাচ্ছে অক্টোবর সেবা মাস। ১ অক্টোবর নগরীর জিইসি মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হবে অক্টোবর সেবা মাসের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষ্যে লায়ন্স জেলা ৩১৫-বি ৪ এর আওতাধীন ক্লাবগুলো ১৯ টিরও বেশি চলমান সেবামূলক কাজকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচী পালন করবে পুরো মাস জুড়ে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত এক সংবাদ সম্মেললেন সেবা মাসের বিস্তারিত পরিকল্পনা গণমাধ্যম কর্মীদের অবহিত করেন লায়ন্স ক্লাব ইন্ট্যারন্যাশনালের জেলা ৩১৫-বি ৪ এর গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী।
প্রেস কনফারেন্স কমিটির চেয়্যারম্যান লায়ন শাহেদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রেস–কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার লায়ন হাসান আকবর।
এর আগে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সেকেন্ড ভাইস গভর্ণর লায়ন মোসলেহউদ্দীন চৌধুরী অপু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্স্ট ভাইস গভর্ণর লায়ন কোহিনুর কামাল।
লায়ন্স ক্লাব ইন্ট্যারন্যাশনালের জেলা ৩১৫-বি ৪ এর গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী বলেন, লায়ন্স জেলা ৩১৫-বি৪ ৯৭টি ক্লাবের মাধ্যমে ৩ হাজর ৪০০ লায়ন সদস্য দুঃস্থ মানুষেল মুখে হাসি ফোটাতে কাজ করছে। ১ হাজার ৯৪৯ জন লিও সদস্য ৪৮টি ক্লাবের মাধ্যমে সেবামূলক কাজে লায়নদের সহযোগিতা করে চলছে।
তিনি আরও বলেন, অক্টোবর সেবা মাস-২০২৩ উপলক্ষ্যে লায়ন্স চক্ষু হাসপাতালে লায়ন জেলার ৯৭টি ক্লাবের উদ্যোগে চট্টগ্রামের ১৫ উপজেলাতেই একাধিক আই ক্যাম্প আয়োজন করা হয়েছে। এসব ক্যাম্পে ৫ শতাধিক গরীব রোগীর বিনামূল্যে ছানী অপারেশন করা হবে।
এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন নাজমুক হক চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারি, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার ইমতিয়াজ আলম, সাবেক কেবিনেট সেজক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন এস এম আবু তৈয়ব, লায়ন হারুণ ইউসুফ, লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন, লায়ন জাহাঙ্গীর মিঙ্গা, লায়ন এডভোকেট নুরুল ইসলাম, লায়ন পারভীন মাহমুদ, লায়ন নিশাত ইমরান, লায়ন শুভ নাজ জিনিয়াসহ প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।