শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়িতে হামলা

সরকারের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরীর চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছলে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা চট্টগ্রাম খবরকে বলেন, হামলার খবর আমরাও পেয়েছি। বিষয়টি দেখছি।

শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়িতে হামলা 1

শিক্ষামন্ত্রী নওফেলের ব্যক্তিগত সহকারী রাহুল জানান, মন্ত্রী পরিবারের সদস্যারা বাসার বাইরে দলীয় কর্মসূচিতে ছিলেন। রাহুলের দাবী-কোটা আন্দোলনকারীদের মিছিল থেকে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে। হামলা করে তারা দুটি গাড়িও ভাংচুর করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।