সরকারের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরীর চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছলে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা চট্টগ্রাম খবরকে বলেন, হামলার খবর আমরাও পেয়েছি। বিষয়টি দেখছি।
শিক্ষামন্ত্রী নওফেলের ব্যক্তিগত সহকারী রাহুল জানান, মন্ত্রী পরিবারের সদস্যারা বাসার বাইরে দলীয় কর্মসূচিতে ছিলেন। রাহুলের দাবী-কোটা আন্দোলনকারীদের মিছিল থেকে বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে। হামলা করে তারা দুটি গাড়িও ভাংচুর করেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।