শিক্ষার্থীদের ওপর গুলি— সাবেক সাংসদ লতিফ ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সাংসদ এমএ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরীর ডবলমুরিং থানার একটি মামলায় এম এ লতিফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন। এর আগে ১৬ আগস্ট রাতে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান। তিনি বলেন, ডবলমুরিং থানার একটি মামলায় সাবেক এমপি এমএ লতিফের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।