মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি)’র চ্যান্সেলর এবং আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ বলেছেন, সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক বিষয়ে পড়াশোনা করানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ইন্ডাস্ট্রি নলেজ লাগে, স্কিল দরকার হয়, অভিজ্ঞতা দরকার হয়, সেটা যেহেতু ইউনিভার্সিটিগুলোতে শেখানো হয় না। সেজন্য পরবর্তীতে শিক্ষার্থীদের চাকুরি পেতে সমস্যা হয়। সেসব বিষয় মাথায় রেখে আমরা একই সঙ্গে-ডিগ্রি অর্জন, কাজের দক্ষতা অর্জন এবং এখান থেকে পাশ করার সাথে সাথে চাকরিতে মধ্য কিংবা শীর্ষ পর্যায়ের পদে যোগদানের জন্য প্রস্তুত করে থাকি। আমরা দক্ষ, অভিজ্ঞ, কর্মক্ষম জনশক্তি গড়ে তুলতে চাই। এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে যেমন শিক্ষার্থী বেশ ভালোভাবে কর্মজীবনে প্রতিষ্ঠা লাভের সুযোগ পাবে এবং তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সক্ষম শক্তিশালী সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে দেশে দেশে।
শুক্রবার (২০ অক্টোবর) ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ৫৭তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলায় উপস্থিত থেকে চট্টগ্রাম খবরের সাথে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
এই শিক্ষামেলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যেখানে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে মূল্যবান তথ্য ও নির্দেশনা প্রদানের জন্য যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপসহ বিশ্বের ২ হাজারেরও বেশি নামী-দামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন।
ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ বলেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তুলনামূলক স্বল্প খরচে উচ্চতর ডিগ্রি লাভের ভালো সুযোগ রয়েছে। যারা মেধাবী শিক্ষার্থী, তারা বৃত্তি লাভের মাধ্যমে কম খরচে পড়াশোনা করতে পারছেন। আমেরিকান অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেই একাডেমিক দিকটাকে বেশ জোর দেওয়া হয়ে থাকে। ফলে সেখান থেকে উচ্চতর ডিগ্রি লাভের পর একজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে চাকরি নিতে হয়। অথচ আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থীকে আমরা একাডেমিকভাবে বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে মধ্যম পর্যায় কিংবা উচ্চতর পর্যায়ের পদে চাকরির জন্য বাস্তবজ্ঞান প্রদানের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ করে তুলছি। ফলে এখান থেকে পাশ করে বেরিয়েই তারা ভাল বেতনে চাকরি পেয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত জীবনযাপনের জন্য উপযুক্ত হয়ে উঠছে।
তিনি আরও বলেন, একসময় বাংলাদেশ থেকে মার্কিন মুল্লুকে যাওয়া অধিকাংশ তরুণ যুবক লেখাপড়া না করে অডজব করে কিংবা ট্যাক্সি চালিয়ে জীবন ধারণ করত। অথচ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি তরুণ যুবকদের অধিকাংশই বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি সংশ্লিষ্ট চাকরিতে বেশ ভাল অবস্থানে রয়েছে। ফলে তাদের জীবনযাপন বদলে গিয়ে উন্নত পর্যায়ে পৌঁছে যাচ্ছে খুব দ্রুতই। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শুরুতে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ থাকলেও ক্রমেই এখানে ব্যবসা প্রশাসনসহ অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা লাভের ব্যবস্থা করা হয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই বিষয়সহ ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এন্টারপ্রেণারশীপসহ নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সময়ের উপযোগী নানা বিষয়ে উচ্চতর ডিগ্রিলাভের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি চাকরিতে যোগ দেওয়ার মত করে গড়ে তোলা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে।
এ সময় দৈনিক চট্টগ্রাম খবরের নির্বাহী সম্পাদক এবং ডব্লিউইউএসটির সাবেক শিক্ষার্থী শেখ আকিজ, পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির বাংলাদেশ প্রতিনিধি মাছুমা ভুঞা ফারহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০২১ সালে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির মালিকানা নেন। ২০২১ সালে তিনশো ছাত্র-ছাত্রী নিয়ে আবুবকর হানিপ তার যাত্রা শুরু করেন। দুই বছরের ব্যবধানে ছাত্রছাত্রীর সংখ্যা দাড়িয়েছে এখন ১৮শ’র বেশি। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে পাঁচ শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।