শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু টানেল ভ্রমণ করলো আনোয়ারা উপজেলা প্রশাসন

সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও পিতামাতাহীন এতিম শিশুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৫ জন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু টানেল ভ্রমণে নিয়ে গেলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে ৩৫টি গাড়িযোগে এ ভ্রমণে যান তারা। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি ১০০ জন বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রায় ৬শ জন অংশ নেন।

টানেল দেখে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাদের কাছে এ যেনো স্বপ্নের চেয়েও বেশি। এই আনন্দ যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বরে জানিয়েছেন তারা। বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোছাম্মৎ সাদিয়া আকতার বলেন, প্রথমবারই আসলাম এখানে পানির নিচ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু টানেলে দেখার জন্য। প্রধানমন্ত্রীকে ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি টালেন দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

বাসে শিশুদের দেখভালের দায়িত্বে থাকা শিক্ষক প্রিয়তোষ গুহ বলেন, ভ্রমণ-খাবারদাবার এবং তাদের যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, তাতে শিক্ষার্থীরা পুরোটা সময়ই আনন্দ করেছে। তারা সারাক্ষণ হইহুল্লোড়ে মেতে ছিল। তাদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লেগেছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখার জন্য সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী, পিতামাতাহীন এতিম শিশুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। তাদের জন্যই এ আয়োজনটা।

উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল নির্মাণ করে দেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দিয়েছেন। চট্টগ্রাম এখন ওয়ান সিটি টু টাউনের পূর্ণতা পেয়েছে। বঙ্গবন্ধু টানেল আমাদের জন্য অহংকারের।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, কৃষি কর্মকর্তা মো. রমজান আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, এম.এ কাইয়ূম শাহ্, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, আজিজুল হক বাবুল, অধ্যক্ষ কাজী আবদুল হান্নানসহ সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।