শিক্ষার্থীদের বিক্ষোভে চবি শিক্ষকের পদোন্নতি বোর্ড বাতিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরীর ওপর হামলার মামলায় অভিযুক্ত থাকা এবং শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শুক্রবার (৪ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। তারা প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে।

জানা গেছে, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় এনামুল হক চৌধুরীর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার ২০তম আসামি হিসেবে কুশল বরণের নাম উল্লেখ করা হয়। বিষয়টি সামনে আসতেই শিক্ষার্থীরা তার পদোন্নতির প্রতিবাদে সরব হয়।

চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা মোনায়েম শরীফ কুশল বরণকে “দেশবিরোধী চক্রান্তে জড়িত” দাবি করে বলেন, এই ব্যক্তিকে কোনোভাবেই পদোন্নতি দেওয়া যায় না।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় কুশল বরণ চক্রবর্তী বলেন, আমার বিরুদ্ধে ভিত্তিহীন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি ঢাকায় ছিলাম, আর ইসকনের সদস্য নই। আমি মাইনরিটি অধিকার নিয়ে কাজ করি বলেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সংবেদনশীলতা বিবেচনায় কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতি বোর্ড স্থগিত করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।