বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের প্রজ্ঞা, ইচ্ছা, সাহস ও পরিশ্রমে বদলে যেতে পারে দেশ। শিক্ষার্থী বা তরুণ প্রজন্ম সবই পারে। শুধু প্রয়োজন মেধা, প্রজ্ঞা ও পরিশ্রমের মানসিকতা। ছাত্র-ছাত্রীদের মাঝে আমি আগামীর রাষ্ট্রনায়ক দেখতে পাই।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারীস্থ নাজিরহাট কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি বিশ্বাস করি পরিশ্রম ও যথাযথ চর্চার মাধ্যমে সফল হবে এই শিক্ষার্থীরা। আগামীর বাংলাদেশ তাদের হাত ধরেই এগিয়ে যাবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনা এবং বাস্তবমুখী জ্ঞান আহরণেরও আহ্বান জানান। সেইসাথে সর্বক্ষেত্রে নৈতিকতার চর্চাকে প্রাধ্যন্য দেওয়া কথাও তুলে ধরেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও ড. দোলন কান্তি ভট্টাচার্য এবং অধ্যাপক ফৌজিয়া সুলতানার
যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম,বিদুৎসাহী সদস্য এস এম ফারুক হোসেন, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এস এম কাউছার, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম টুটুল, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ প্রমূখ।
মন্তব্য নেওয়া বন্ধ।