এ যেন হাজারো অপ্রাপ্তির মাঝে একটুখানি প্রাপ্তির আনন্দ। নতুন শিক্ষা সামগ্রী হাতে পেয়ে স্বেচ্ছাসেবকের কাঁধেই চড়ে বসল উচ্ছসিত শিশুটি। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং রেইনবোর আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে দেখা মিলেছে এমন চিত্র।
এদিন ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
বিকেল সাড়ে ৪ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়৷ এতে ‘প্রজেক্ট হাসিমুখ ১.০’ শিরোনামে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর অর্থায়নে এ প্রজেক্ট বাস্তবায়িত হয়৷ এ সময় শিক্ষা সামগ্রী পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল শিশুরা৷
শিক্ষা সামগ্রী বিতরণ নিয়ে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং রেইনবোর সভাপতি মাহবুব এ রহমান বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। তাদের মুখের নির্ভেজাল হাসিটুকুই আমাদের প্রাপ্তি। এসব পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে৷
আইপিপি মো. মাসুদ রানা বলেন, আজ ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে সামান্য উপহার দিতে পেরে বেশ আনন্দ লাগছে৷ ওদের সাথে সময় কাটাতে বরাবরই ভালো লাগে৷ চেষ্টা থাকবে ভবিষ্যতেও এমন শিশুদের পাশে থাকার।
এসময় ক্লাব সেক্রেটারি সনিয়া আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।