চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস.এম আল মামুন বলেছেন, দেশের অন্যতম রাজস্ব আহরণে ক্ষেত্র শিপব্রেকিং শিল্প। এ ইন্ডাস্ট্রিজকে বিগত ২০১০ সালে আমার বাবার সাবেক এমপি কাশেম মাস্টারের প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিল্পমন্ত্রণালয়ে ন্যাস্ত করেন এবং শিল্প হিসেবে ঘোষণা করেন। আমি নির্বাচিত হলে শিপব্রেকিং শিল্পকে পর্যায়ক্রমে গ্রীণজোন হিসেবে গড়ে তোলা হবে।
সোমবার (২৫ ডিসেম্বর) আলহাজ্ব এস.এম আল মামুন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কদমরসুল, জাহানাবাদ, খাদেমপাড়া, মাদামবিবিরহাট, তেলিপাড়া, কলেজ পাড়া, তুলাতলি, অক্সিজেন রোড, ইমামনগর, স্মৃতি আম্লানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি আরও বলেন, ভৌগোলিক কারনে ভাটিয়ারী এলাকার গুরুত্ব অনেক। উত্তরে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি, দক্ষিণ বাংলাদেশ সেনাবাহিনী বিএমএ। এই এলাকার সবাই সচেতন নাগিরিক। তাই আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিলে আপনাদের সেবা করার সুযোগ পাব।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এস.এম. ইউসুফ, সহ দপ্তর সম্পদক আবদুল সালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. ভবতোষ নাথ, মোঃ ইউনুছ, সাব্বির আহম্মদ চৌধুরী, মঞ্জুরুল করিম জুয়েল, আব্দুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক খাইরুল আজম, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ফারুক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব শামসুল আলম, উত্তরজেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ হোসেন, মাঈনউদ্দিন মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, সাইফুল ইসলাম রনি, ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, ইফতেখার উদ্দিন প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।