শিবির সন্দেহে চবির ছাত্রকে পেটালো ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির সন্দেহে ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এক ছাত্রকে পিটিয়েছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের নেতাকর্মীরা।

মারধরের শিকার ওই ছাত্রের নাম তামজিদ উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি হাতিয়া উপজেলা সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক।

সোমবার (১৩ জুন) দুপুর একটার দিকে তার নিজ ক্লাসরুম থেকে ছাত্রলীগকর্মীরা তাকে আটক করে মারধর করে। পরে তাকে প্রক্টরের হাতে তুলে দেয় তারা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের হাতে তুলে দেয়।

ছাত্রলীগ কর্মী সাহিল কবির জানান, ওকে আমরা দীর্ঘদিন ধরে ফলো করছি। সে নুরুর দল করে। তাছাড়া সে প্রায় সময়ই ফেইসবুকে সরকারবিরোধী জামায়াত শিবিরকে সমর্থন করে লেখালেখি করত। ওকে আমরা বেশ কয়েকবার সতর্ক করার পরেও সে এসব কাজ চালিয়ে যায়। আজকে আমাদের ছেলেরা তাকে ধরে নিয়ে এসে প্রক্টরের হাতে তুলে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের ছেলেরা শিবির সন্দেগে এক ছেলেকে ধরে নিয়ে আসছে। ছেলেটি ছাত্র অধিকার পরিষদের সাথেও জড়িত। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ বিষয়টি দেখছে।

মন্তব্য নেওয়া বন্ধ।