শিল্পপতি আবদুস সালামের উদ্যোগ– ২ হাজার রোহিঙ্গা পরিবার পেল রেড ক্রিসেন্টের উপহার

নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত দুই হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম।

শনিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা উপহারের মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য শার্ট, গেঞ্জি, টি-শার্ট, জামা, নারীদের জন্য শাড়ি ও ইফতার সামগ্রীসহ বিভিন্ন উপকরণ।

শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহযোগিতায় রেড ক্রিসেন্ট কাজ চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভাসানচরের ২ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগেও উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।