শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দেশের অন্যতম বৃহৎ তৈরিপোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেডের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ দুপুর সোয়া ৩টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্যাসিফিক জিন্স’র স্বত্বাধিকারী আলহাজ্ব নাছির উদ্দিন। আগামী বুধবার (২ মার্চ) সকালে মরহুমের মরদেহ থাইল্যান্ড থেকে বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হবে। সেদিন চট্টগ্রাম ইপিজেডে এদিন সকাল সাড়ে নয়টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

একই দিন নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে যোহর নামাজের পর তার দ্বিতীয় জানাজা হবে। আছরের নামাজ শেষে তাকে দাফন করা হবে সীতাকুন্ড সলিমপুরের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে। এর আগে সেখানে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।