শিল্পপতি নাছির উদ্দিনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রামের কৃতী সন্তান প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাছির উদ্দিনের মৃত্যু সংবাদে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ প্রয়াত শিল্পপতির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী তার শোকবার্তায় বলেন, বিশ্বের ২৫টি দেশে তৈরি পোশাক রপ্তানিকারী, ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানকারী শিল্পোদ্যোক্তা নাছির উদ্দিন স্কুল-কলেজসহ পাঁচটি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং মানবকল্যাণে ক্যান্সার নিরাময় গবেষণায় অর্থযোগানদাতা ছিলেন। দেশ ও দশের জন্য তার অনন্য ভূমিকা তাঁকে স্মরণীয় করে রাখবে।

প্রসঙ্গত, প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান দানবীর শিল্পপতি নাছির উদ্দিন থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করেন। বুধবার তার লাশ দেশে আনা হবে। তিন দফা জানাজা শেষে সীতাকুণ্ডের সলিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।