৫ দিন ধরে খোঁজ মিলছে না শিশু নুপুরের

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন এলাকার একটি ভাড়া বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে ফারজানা আক্তার নুপুর নামে ১০ বছরের এক শিশু। নিখোঁজের ৫ দিনেও সন্ধান মিলেনি শিশুটির। এ বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন শিশুটির বাবা।

গত শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নুপুর বাসা থেকে বের হয়। এর পরে সে আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় রোববার বায়েজিদ বোস্তামি থানায় একটি ডায়েরি করেন শিশুটির পিতা নুরুল আমিন।

নিখোঁজ শিশুর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিন বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর নুপুর তার বাবার সাথে থাকতো। কিন্তু বাবা প্রাইভেটকার চালাতেন বিধায় নুপুর কুমিল্লায় তার এক ফুফুর বাসায় থাকতো। সেখানে সে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। তবে সেখানে সমস্যা হওয়ায় সম্প্রতি নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার এস. আর ম্যানশনে তার ফুফাতো বোনের বাসায় আসে। সেই বাসার ময়লা ফেলতে বেরিয়ে নিখোঁজ হয় নুপুর।

নুপুরের বাবা নুরুল আমিন বলেন, গত ১৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বাসা থেকে বের হয় নুপুর। বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমার মেয়ে হাত দুলিয়ে খেলতে খেলতে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর থেকেই শিশুটি আর বাসায় ফিরেনি। সেদিন থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর নগরীর বায়েজিদ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার উপ-পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা সৌরভ শাহা জয় বলেন, শিশু নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা শিশুটির খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় ৬ বছরের আলিনা ইসলাম আয়াত নামে এক শিশু। ঘটনার ১০ দিন পর শিশুটির ৬ টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করে পিবিআই।

মন্তব্য নেওয়া বন্ধ।