শীতার্তদের লংগদু জামায়তের ত্রাণ সহায়তা

পাহাড়ি জেলা রাঙামাটির লংগদুতে দরিদ্র ও শীতার্তদের মাঝে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্রগ্রাম বিভাগের অর্থায়নে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আয়োজনে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার রাবেতা মডেল রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে মাইনীমুখ ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মো. শিহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদুর আমীর মাওলানা মো. নাছির উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম ও উপজেলা শুরা-কর্মপরিষদ সদস্য খম মতিউর রহমান।

এ সময় এসিসট্যান্ট সেক্রেটারী তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ পুর্ব সভায় উপজেলা কমিটির বায়তুল মাল সম্পাদক ওছমান গণি, শ্রমিক কল্যাণ ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মো. মঞ্জুরুল হক, লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মো. আবু বকর ও সেক্রেটারি মো. আলমগীর হোসেন, মাওলানা আমানুল হক, জুলহাস উদ্দীন, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাছির উদ্দীন বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যেকোনো দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে।

এ সময় তিনি জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনে কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।