শেখ মণির জন্মদিনে আনোয়ারা যুবলীগের কোরআন খতম-দোয়া

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগ।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের উদ্যোগে চাতরী চৌমুহনী বাজারের একটি জামে মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ মজিদী।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মনির জন্য দোয়া করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ১৯৭১ সালের নিহত সকল শহীদ এবং শেখ ফজলে শামস পরশের পিতা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণি এবং চট্টগ্রামের ক্ষণজন্মা বীরপুরষ আখতারুজ্জামান চৌধুরী বাবুর রুহের মাগফেরাতও কামনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহরাবুল আলম মিরাজ, এরশাদ আলী সোহেল, মোহাম্মদ ফোরকান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে গিয়াস উদ্দিন টিটু, মোহাম্মদ ফরিদ, কাজী কায়সার, কামরুল ইসলাম মামুন, মো. নঈমুদ্দিন, আজাদুল ইসলাম শিমূল, ওবায়দুল হক মুন্না, মোহাম্মদ নাছির প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।