শেখ রাসেল বেঁচে থাকলে আজ দেশের নেতৃত্ব দিতো—সালাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, শেখ রাসেল ছিলো বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য এবং সকলের অতি আদরের ধন। বয়সে কম হলেও ছোট বেলায়ই তার মধ্যে একটা নেতৃত্বগুণ পরিলক্ষিত হতো। সে কারণেই খুনীরা তাকে বাচতে দেয়নি, নির্মমভাবে হত্যা করেছে। শেখ রাসেল বেঁচে থাকলে আজ দেশের নেতৃত্ব দিতো।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সহ-সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরখান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ- প্রচার সম্পাদক জেবুন্নেছা জেসী, উপদেষ্টা মো. মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, সরোয়ার হাছান জামিল, বখতেয়ার সাঈদ ইরান, সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক যথাক্রমে দিলোয়ারা ইউসুফ, এস এম রাশেদুল আলম, সাদাত আনোয়ার সাদী, রওশন আরা রত্না, মো. শাহজাহান, হারুন অর রশীদ, রুমানা নাসরিন, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।