চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে আগামী আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার আগমণ উপলক্ষ্যে মহানগর যুবলীগের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ হতে এই মোটর শোভাযাত্রার শুরু হয়। পরে মহানগর যুবলীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শতাধিক মোটরযান নিয়ে নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এতে বক্তারা বলেন, কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু হলে বঙ্গোপসাগরকে ঘিরে আবর্তিত ব্লু ইকোনমির নতুন দ্বার উন্মোচন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর বন্দর নগরী চট্টগ্রামসহ সারাদেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এ টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর আনোয়ারা প্রান্তে আবাসন ও পর্যটন শিল্পের বিকাশ, কলকারখানা স্থাপন ও সহজ যোগযোগ ব্যবস্থার কারণে ব্যপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বঙ্গোপসাগরকে ঘিরে আবর্তিত ব্লু ইকোনমির নতুন দ্বার উন্মোচন হবে এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, আনজুমান আরা, হেলাল উদ্দিন আহমেদ, দেবাশীষ পাল দেবু, ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মদ চৌধুরী সাদিত, সাইফুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সনত বড়ুয়া, দিদার উর রহমান তুষার, গিয়াস উদ্দিন তালুকদার, ইঞ্জি আবু মো. মহিউদ্দিন, এ জে এম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ার উল আলম চৌ.নোবেল, গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আহম্মদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রফে.রেজাউল করিম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর টিপু, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোঃ শরিফুল ইসলাম আদনান, উপ-ক্রিড়া সম্পাদক শাহজাহান আহমেদ সামি, সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ, সহ-সম্পাদক ইবরাহিম খলিল নিপু, সদস্য মোহাম্মদ ওয়াসিম, সদস্য খন্দকার মোখতার আহমেদ আরিফ সহ নগরীর ৪৪টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক নেতৃবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।