ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন চট্টগ্রামবাসীর জন্য বিশাল পাওনা, আমরা বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে বলতে পারি আমাদের একজন শেখ হাসিনা আছে। আনোয়ারার জনসভা উন্নয়ন উৎসবে পরিণত হবে। মানুষ এখন অপেক্ষার প্রহর গুনছে। এখানে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে এবং এই জনসভা প্রমাণ করবে সরকারের জনপ্রিয়তা।
শুক্রবার(২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের কেইপিজেডের মাঠে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে করে এসব কথা বলেন তিনি। আগামী ২৮ অক্টোবর শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু টানেল উদ্বোধনে মধ্যদিয়ে এই দেশ বিশ্বের অগ্রযাত্রায় নতুন ভাবে যুক্ত হতে যাচ্ছে। আনোয়ারাসহ চট্টগ্রাম উন্নয়নের নতুন রোডম্যাপে যুক্ত হতে যাচ্ছে। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামবে। নতুন প্রজন্মকে আমরা নতুন ইতিহাস দিয়ে যাব। এই টানেল দিয়েই দেশ স্মার্ট বাংলাদেশে যুক্ত হবে।
ভূমিমন্ত্রী বলেন, বিএনপিকে দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। তাদের সঙ্গে দেশের জনগণ নেই। তারা সরকার পতনের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু তারা পারবে না। নির্বাচন যথা সময়ে হবে। বাংলার মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়ী করবে।
এদিকে জনসভাকে সফল করতে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মাঝে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। আনোয়ারা-কর্ণফুলী উপজেলার আশপাশের এলাকায় সাজসাজ রব বিরাজ করছে। জেলা, উপজেলা ও ইউনিয়নে দলের নেতাকর্মীদের নিয়ে চলছে বর্ধিত সভা।
জনসভাস্থল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রণি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, বৈরাগের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, ভূমিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব এড. ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, এম.এ মালেক, জয়নাল আবেদীন হেলাল, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ জেলা-উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
মন্তব্য নেওয়া বন্ধ।