শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বেই দেশের এগিয়ে চলা: ওয়াসিকা আয়শা খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন দুর্যোগে তড়িৎ গতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। দেশের সাধারণ মানুষের প্রতি তার অপরিসীম ভালবাসা এই প্রাণশক্তির উৎস। তিনি ভূমিহীন-গৃহহীনকে গৃহ নির্মাণের মাধ্যমে আশ্রয় দিয়েছেন, যার নজির বিশ্বে বিরল। তার রূপান্তরকারী নেতৃত্বেই দেশের এগিয়ে চলা। চলমান উন্নয়নকে অব্যাহত রেখে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তাকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার এমপির নিজ বরাদ্দে নব-নির্মিত অসহায়-দু:স্থ একজন নারীর ঘর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

এরপর তিনি আনোয়ারা উপজেলা পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন। ওয়াসিকা আয়শা খান এমপির আবেদনের প্রেক্ষিতে আনোয়ারায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের জন্য ৩শ বান্ডেল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা বরাদ্দ প্রদান করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ সময় স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির আহমেদসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার রূপান্তরকারী নেতৃত্বেই দেশের এগিয়ে চলা: ওয়াসিকা আয়শা খান 1

উপকারভোগী মৃত আবদুল মালেক শাহ্ স্ত্রী নুর আয়শা বেগম (৫৫) বলেন, স্বামী মারা যাওয়ার সময় ছোট্ট দুইটি মেয়ে ও বাঁশের ঘরটি রেখে যায়। বিগত ২০ বছর ধরে ভাঙা ঘরের ঝড় বৃষ্টির মধ্যে অন্যের সহযোগিতার মেয়ে দুইটি লেখাপড়া করিয়ে দিয়েছি বিয়ে। তাদের বিয়ের পর ভাঙা ঘরটিও ভেঙে যায়। এরপর থেকেই কয়েকদিন বড় মেয়ের ঘরে, আর কিছুদিন ছোট মেয়ের ঘরে আশ্রয় নিই। এদিকে স্বামীর রেখে যাওয়া ঘরের ভিটাও বেদখলে চলে যায়।

তিনি আরও বলেন, বিয়ের পর আমার দুই মেয়েরা এসে বাপের বাড়িতে থাকতে পারেনি। পড়েছি করুন বিপাকে আমি। স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের সহযোগিতায় ভিটা ফিরিয়ে পেলেও ঘরে থাকার মত অবস্থা ছিলো না। ওয়াসিকা আয়শা খান এমপি আপা আমাকে আবার নতুন করে জীবন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওয়াসিকা আয়শা খান এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন মেয়েরা বাপের বাড়িতে এসে থাকতে পারবে। তারাও শ্বশুর বাড়িতে বলতে পারবে তাদেরও বাপের বাড়িতে পাকা ঘর আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।