শেভরণকে সতর্ক করলেন সিভিল সার্জন, ডেঙ্গু টেস্ট চালুর অনুমতি

ডেঙ্গু টেস্টে গলাকাটা ফি আদায়ের অভিযোগ ওঠার পর সরেজমিনে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. ডা. ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে একটি টিম। পরিদর্শন শেষে ডেঙ্গু টেস্টে বাড়তি ফি না রাখতে সতর্ক করে শেষরণ কর্তৃপক্ষকে আবার টেস্ট চালু করার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সিভিল সার্জনে সঙ্গে পরদর্শন টিমে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী, এমও সিএস ডাঃ মোহাম্মদ নওশাদ খান, প্রধান সহকারী এসএম সাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেঙ্গু টেস্টের জন্য সরকার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ টাকা নির্ধারণ করে দিলেও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি রোগীদের কাছ থেকে ডেঙ্গু এনএস-ওয়ান পরীক্ষার ফি এক হাজার ৬০০ টাকা ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি এক হাজার ২০০ টাকা আদায় করার অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে গতকাল (১৭ জুলাই) শেভরণ কর্তৃপক্ষকে ডেঙ্গু টেস্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন সিভিল সার্জন।

মঙ্গলবার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শন শেষে ডেঙ্গু টেস্টে পুনরায় চালু রাখার অনুমতি দেন। শেভরণ কর্তৃপক্ষ অভিযুক্ত অতিরিক্ত ফি আদায়কে সফওয়ারের ভুল বলে দাবী করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।