সম্প্রতি দক্ষ ও যোগ্য মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড পিটুপি এক দশকের সফল পথচলার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই আনন্দ ও অর্জন উদ্যাপনে, পিটুপি পরিবার নতুন বছরের প্রথম প্রহরে ভালোবাসায় সিক্ত হয়ে উদযাপন করল নিউ ইয়ার।
নতুন বছরের উদযাপনে পিটুপি পরিবারের প্রতিটি সদস্যের সরব অংশগ্রহণে পুরো আয়োজন রঙিন হয়ে ওঠে। দিনের অন্যতম আকর্ষণ ছিল হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান, যেখানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুরো পরিবার একসঙ্গে মেতে ওঠে। ফুলেল শুভেচ্ছা আর হাসি-আনন্দে সবার মাঝে নতুন আলো ও আশার সঞ্চার হয়।
উৎসবের প্রাণকেন্দ্রে ছিলেন পিটুপি পরিবারের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, যিনি তার দৃঢ় ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিলেন। নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেন, স্কাই ইজ দ্য লিমিট। আমরা শুধু স্বপ্ন দেখি না, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করি। যতো বাধাই আসুক, আমরা থামব না। আমাদের লক্ষ্য—সম্মিলিত প্রচেষ্টায় সাফল্যের নতুন অধ্যায় সৃষ্টি করা| গ্রুপের নতুন চিফ অপারেটিং অফিসার মেজর মোহাম্মদ আমিনুল হক কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এবং সবার কাছে পরিচয় তোলে ধরেন।
পিটুপি পরিবারের গ্রুপ ডিরেক্টর স্থপতি মাহাদি ইফতেখার বলেন, দীর্ঘ পথচলা সহজ ছিল না। তবে আজ আমরা যে উচ্চতায় পৌঁছেছি, তা পরিবারের প্রতিটি সদস্যের পরিকল্পনা ও পরিশ্রমের ফসল। পিটুপি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি সুদৃঢ় অবস্থান তৈরির পথে এগিয়ে যাচ্ছে।
উদযাপনে আরও উপস্থিত ছিলেন, পিটুপি পরিবারের চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের ডিরেক্টর ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন খান, পিটুপি ৩৬০ ডিজাইন স্টুডিও-এর ডিরেক্টর স্থপতি রতন মণ্ডল, পিটুপি হেলথ কেয়ারের সিইও ডা. মোহাম্মদ ইনামুল হক, পিটুপি ফার্নিচারের সিইও ইউসুফ নিজাম, পিয়ার্স কমিউনিকেশন-এর ডিরেক্টর নির্ঝর চক্রবর্তী, গ্রুপ ডি.জি.এম রামেন দাশ গুপ্ত, হেড অফ বিজনেস অপারেশন নাজমুল বিন আবেদীন, এবং পিটুপি পরিবারের বিভিন্ন ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ।
পরিশেষে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে নিউ ইয়ার সেলিব্রেশনের সমাপ্তি ঘোষণা করেন মানব সম্পদ বিভাগের প্রধান জনাব কাজী মোহাম্মদ আরিফ।
মন্তব্য নেওয়া বন্ধ।