শ্রীমদ্ভাগবত সংঘের নতুন কমিটি গঠন

রাঙামাটি কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের নবম দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব কুমার মল্লিক এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন মল্লিক।

এছাড়া  সাংগঠনিক সম্পাদক পদে ছোটন মল্লিক, অর্থ সম্পাদক পদে শিশির কুমার মল্লিক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে সুভাষ মল্লিক নির্বাচিত। শুক্রবার (১৭ ডিসেস্বর) কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরে এই কমিটি গঠন করা হয়। 

এদিকে শ্রীমদ্ভাগবত সংঘের নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট জনেরা অভিনন্দন জানিয়েছে। নব নির্বাচিত সভাপতি বিপ্লব কুমার মল্লিক জানান, খুব শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি গঠন করে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

প্রসঙ্গত, শ্রীমদ্ভাগবত সংঘ কাপ্তাই উপজেলার একটি অরাজনৈতিক সনাতন ধর্মীয় সংগঠন। যেই সংগঠনটি ইতোমধ্যে সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অংশ নিয়ে সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।