সংগঠন বিরোধী কাজ করে পদ হারালেন মাহমুদুল-সুভাষ, বিলুপ্ত হলো কমিটিও

নানা আলোচনা সমালোচনার পর অবশেষে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি। শনিবার (১৮ মে) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাংগঠনিক অনিয়ম এবং বিশৃঙ্খলার কারণে বিগত ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ শাখা কমিটি কিছুপ্ত ঘোষণা করা হল।

এ বিষয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর চট্টগ্রাম খবরকে বলেন, মাহমুদুল করিম এবং সুভাষের বিরুদ্ধে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দিয়েছেন। আমরা কারণ দর্শানো নোটিশ দিয়েও তাদের কাছ থেকে সদুত্তর পাইনি।

তিনি আরও বলেন, এছাড়া সম্প্রতি আরো কিছু স্পর্শকাতর অভিযোগ উঠে যা মুজিব আদর্শের পরিপন্থী। সার্বিক বিষয়টি বিবেচনায় আমরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছি।

এক প্রশ্নের জবাবে জাকারিয়া দস্তগীর বলেন, সংগঠন পরিচালনার স্বার্থে খুব দ্রুত আমরা চট্টগ্রাম কলেজের বিষয়ে সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, ২০১৫ সালে ১৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস থেকে শিবির উৎখাত করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে মাহমুদুল করিমকে সভাপতি ও সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।