রাঙামাটিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আগামী কাল আদালতে সোপর্দ করা হবে। এর প্রতিবাদে স্থানীয় সংবাদ কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় রাঙামাটির তবলছড়ি এলাকার বাসা থেকে ফজলে এলাহীকে থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘২০২১ সালে করা একটি মামলায় চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। উনাকে কাল (বুধবার) সকালে আদালতে তোলা হবে।”
ফজলে এলাহী এনটিভি, দৈনিক কালের কণ্ঠ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি। পাশাপাশি স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওই এলাকার সাবেক নারী সাংসদ ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনিন আনোয়ার এই মামলা করেন।
ফজলে এলাহীকে গ্রেপ্তারের খবর শুনে থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।