জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন। এ সময় স্পিকারকে সংসদীয় কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সংসদ ভবন স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
গত ৭ জানুয়ারি জনগণের বিপুল ভোটে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হয়ে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের এমপি নির্বাচিত হন মামুন। ১০ জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ পরবর্তী এমপি এস এম আল মামুন দলীয় নেতাকর্মী ও পরিবারবর্গ নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।
দলীয় নেতাকর্মীদের মধ্যে ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রেজাউল করিম বাহার, ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী, ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহাঙ্গীর, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লা মিয়াজী, ৭ নং কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ চৌধুরী, ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ, ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন,২ নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মী ছাড়া পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—স্ত্রী দিলশাদ হেলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা ও এমপি মামুনের ছোট ভাই এস.এম আল নোমান, বড় ছেলে সাদমান সারার, ছোট ছেলে সারমান সারার, একমাত্র মেয়ে রামিছা মালিয়াত ও পুত্রবধু আনিকা আজিজ তাঁর সঙ্গে ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।