সংসার সুখের হয় রমনীর গুণে—ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, সংসার সুখের হয় রমনীর গুণে। আগে সংসার সামলাতে হবে তারপরই বাকি সব। নারীদের সাংসারিক হতে হবে। নারীরা সমাজের অর্ধাঙ্গীনি। আমাদের প্রধানমন্ত্রী একজন সফল নারী, স্পীকার, বিরোধীদলীয় নেত্রী নারী। তাঁরা দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন’।

রোববার (১৯ মার্চ) বিকালে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আর বলেছেন, নারীদের লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। প্রশিক্ষণ, লেখাপড়া এসব দেশের শান্তির জন্য। সংসার সুখের হয় রমনীর গুণে। সে গুণটাও ধরে রাখতে হবে নারীদের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেছেন তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের বিকাশ সাধনের জন্য। বিশ্বের বিভিন্নস্থানেও বাংলাদেশের নারীরা নেতৃত্ব দিচ্ছেন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, হাইলধরের চেয়ারম্যান কলিম উদ্দিন, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ভূমিমন্ত্রী ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসাইন বাবু, প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণা রানী দাশ, শাহানা পারভীন, জহিরুল ইসলাম, মনোয়ারা বেগম, সাবরিন ফারহাসহ মহিলা সংস্থার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, আমি বিগত ১০ বছর এমপি-মন্ত্রীর দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনকালে কোনো ধরণের অন্যায় করিনি এবং কারো অন্যায়কে আশ্রয়ও দেইনি। আগামীতেও অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না। আনোয়ারার কোরিয়ান কেইপিজেডে পুরুষের পাশাপাশি অনেক নারীর কর্মস্থলও হয়েছে। তাদের নিরাপত্তার দায়িত্বও সকলের। বিগত কয়েক বছর আগে কেইপিজেডের এক শ্রমিক নিয়ে একটি ঘটনা ঘটেছিলো। এ ঘটনাটি শুনার পর আমি কঠোর ব্যবস্থা নিয়েছিলাম। আমার এলাকা শান্তির এলাকায়, এখানে অশান্তি সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। নারীদের নিরাপত্তার জন্য আনোয়ারা-কর্ণফুলী পুলিশ প্রশাসন কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারের দেশ এখন উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত। শেখ হাসিনা সরকারের আমলে মানুষ সুখে রয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়ী করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থী ২৫০ জনকে নগদ ও সনদ বিতরণ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।