সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

সড়কে নির্মাণ সামগ্রী রাখায় হাটহাজারীতে ২ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশের মির্জাপুর এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়ে এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, সড়কে বিভিন্ন সামগ্রী রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তার মধ্যে মো. শাহজাহানকে মহাসড়কে বালু রাখার অপরাধে ২০ হাজার টাকা, নুরুল আমিনকে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনা ও যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।