সড়ক দখল করে কাঠের স্তুপ—ফার্নিচার দোকানীকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠাছরা বাজার এলাকায় সড়ক দখল করায় হোসেন কোম্পানীর ডোর নামের একটি ফানিচারের মালেক দিদারুল আলমকে ভ্রাম্যমান আদালত মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকালে উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিনি ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে উপজেলার মিঠাছরা বাজার এলাকার হোসেন কোম্পানীর ডোরের মালিক দিদারুল আলমকে সড়কের উপর কাঠ রেখে যান চলাচলের বিঘ্ন ঘটানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাঠগুলোকে দ্রুত সরিয়ে সড়ক দখলমুক্ত করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন সময়ে প্রকাশ্যে ধুমপানরত দুই ব্যাক্তিকেও জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।