সড়ক পরিষ্কার করলো শিক্ষার্থীরা

নতুন সরকার গঠনের পর থেকে পরিবর্তন আছে সর্বত্র। আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীরা সরব রয়েছেন সড়কের শৃঙ্খলা রক্ষায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতায়। আর এসব কার্যক্রম শহর ও জেলা শহরগুলো থেকে পৌঁছে গেছে গ্রামেও। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপনের কাজ করেছেন এলাকার শিক্ষার্থীরা।

শনিবার( ১০ আগস্ট) উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালার আলীপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীরা জানান, সড়কের আশেপাশের আগাছা থাকায় গাড়ি চলার সময় মানুষ চলাফেরা করতে কিছুটা সমস্যা হয়। তাছাড়া স্থানীয় দোকানের আশেপাশে প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলায় নোংরা হয়েছিলো। সাধারণ মানুষের সুবিধা এবং এলাকার সৌন্দর্য রক্ষায় এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানান তারা।

সেই সথে রাস্তার ধারের পতিত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করা হয়। যা পরবর্তীতে বর্ধিত করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

স্থানীয় শিক্ষার্থী মো. ইমতিয়াজ উদ্দীন বলেন, সামাজিক কাজ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানবীয় গুনাবলীগুলোর বিকাশ ঘটে। আমরা চাই আমাদের এলাকার ছাত্র সমাজ মাদকমুক্ত থাকুক, দেশ গঠনে কাজ করুক। আমরা বিশ্বাস করি প্রান্তিক জনগেষ্ঠি থেকে নেতৃত্ব তৈরি করতে সামাজিক কাজে অবদান রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, রাস্তার পাশ পরিষ্কার করেছি। আমাদের এই স্থানে বৃক্ষরোপনের কথা রয়েছে। আমরা চাই নতুন বাংলাদের সকল শিক্ষার্থীরা উদ্যোগ নিতে শিখুক।

মন্তব্য নেওয়া বন্ধ।