চট্টগ্রাম চৌধুরীনগর আবাসিক এলাকায় সড়ক দখল করে দোকান নির্মাণ এবং ফুটপাতে গাড়ির গ্যারেজ দেওয়ায় ৭ জনকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (২৪ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মন্তব্য নেওয়া বন্ধ।