সনদ উত্তোলনকারীরাও অংশ নিতে পারবেন চবির সমাবর্তনে 

আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে গত ১৩ মার্চ সমাবর্তনে কারা অংশগ্রহণ করতে পাবেন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার করার পর তীব্র সমালোচনার মুখে পড়ে চবি প্রাশাসন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত, যারা মূল সনদ উত্তোলন করে ফেলেছেন তাদেরকে সমাবর্তনে অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

তবে তীব্র সমালোচনার মুখে শেষমেশ এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে চবি কর্তৃপক্ষ। যারা মূল সনদ উত্তোলন করে ফেলেছেন তাদেরকেও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৮ মার্চ) ৫ম সমাবর্তন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী।

তিনি বলেন, ২০১১ সাল থেকে ২০২৩ পর্যন্ত যারা ইতোমধ্যে সার্টিফিকেট উত্তোলন করেছেন তারাও ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী পহেলা এপ্রিল থেকে ৭ এপ্রিল, ২০২৫ পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। আবেদনে উত্তোলনকৃত সার্টিফিকেটের কপি আপলোড করতে হবে। ফি নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা।

মন্তব্য নেওয়া বন্ধ।