সন্তু লারমার সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় স্কুলের নির্মাণ কাজ বন্ধ
রাঙামাটিতে চাঁদা না দেওয়ায় স্কুলের নির্মাণ কাজ বন্ধ রয়েছে চার দিন। চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্তু লারমার সন্ত্রাসী সংগঠন জেএসএসের সন্ত্রাসীরা। এসময় নির্মাণ শ্রমিকদের ছয়টি মোবাইল ছিনিয়ে নেয় তারা।
রোববার (৯ জুলাই) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন নির্মাণ সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় রাঙামাটির ভেদভদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (ভেদভেদী হতে আসামবস্তি সড়ক এবং এনএসআই অফিস সংলগ্ন) নির্মাণাধীন বহুতল ভবনের এ নির্মাণ কারা বন্ধ করে দিয়েছে।
উক্ত কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বৃহস্পতিবার জেএসএস (সন্তু) দলের ৫ জন কর্মী ঘটনাস্থলে এসে চাঁদা দাবি করে। তাদের মধ্যে একজন গিটারের ব্যাগ বহন করা যুবক ছিল। এ সময় সন্ত্রাসীদের সাথে আমাদের শ্রমিকদের বাকবিতন্ডা শুরু হয়।
তিনি আরও বলেন, এক পর্যায়ে জেএসএস সন্ত্রাসী দলের এক যুবকের গিটারের ব্যাগ থেকে অত্যাধুনিক অস্ত্র বের করলে আমরা ভয়ে পেয়ে যাই। এ সময় আমাদের শ্রমিকদের কাছ থেকে তারা ৬টি মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায়।
উক্ত ঘটনায় বর্তমানে ওই স্কুল ভবনের কাজ বন্ধ রয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় একই গ্রুপের সন্ত্রাসীরা রিটেন চাকমা (৪২) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হঘড়া কিজিং গ্রামের প্রভাত চন্দ্র চাকমার ছেলে। রিটেন চাকমা ওই গ্রামের কারবারি বলে জানা গেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।