সারাদেশে বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় রাঙামাটি সদরস্থ ভেদভেদিতে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর প্রমুখ।
শান্তি সমাবেশে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিটি সেক্টরে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামাত ও স্বাধীনতা বিরোধীরা আবারো একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি-জামাতের সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।